অবশেষে আলোচনায় বসছে আমেরিকা-চীন
কলকাতা টাইমসঃ
আমেরিকা-চীন। বেশ কিছুদিন ধরেই বাণিজ্যযুদ্ধ চলছে দুই দেশের মধ্যে।দুজনেই একে অন্যের বিরুদ্ধে বিপুল হরে আমদানি শুল্ক চাপিয়েছে। এবার এই অবস্থা নিরসনে আলোচনায় বসতে চলেছে দু’পক্ষ। বাণিজ্য বিষয়ক আলোচনার জন্য চীনের বাণিজ্য মন্ত্রক আগস্টের শেষেই একজন উচ্চপদস্থ কর্তাকে ওয়াশিংটনে পাঠাবে বলে জানানো হয়েছে।
এই ব্যাপারে বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে চীনের উপ-বাণিজ্যমন্ত্রী ওয়াং শৌওয়েনের নেতৃত্বাধীন একটি দল মার্কিন অর্থ মন্ত্রকের ড্যাভিড ম্যালপাসের সঙ্গে সাক্ষাৎ করবেন। বলা হয়, ‘একতরফা ভাবে বাণিজ্য নিষিদ্ধের পদক্ষেপকে যে মেনে নেওয়া হবে না তা ব্যক্ত করা হবে ওয়াশিংটনের কাছে।’ এছাড়া পারস্পরিক আলোচনার ভিত্তিতে সমস্যা নিরসনের চেষ্টাকে চীন স্বাগত জানাবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।