ট্রাম্পের কৃতকর্মের জন্য ইরানের জনগণের কাছে ক্ষমা চাইলেন ১০ হাজার মার্কিন নাগরিক
কলকাতা টাইমসঃ
ডোনাল্ড ট্রাম্পের কৃতকর্মের জন্য ইরানের জনগণের কাছে ক্ষমা চাইলেন ১০ হাজার মার্কিন নাগরিক। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে ইরানিদের কাছে একটি খোলা চিঠিপাঠালেন তারা। সোলাইমানিকে হত্যার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত নিয়েছেন ‘কোড পিঙ্ক’ নামের সংগঠনটি মূলত তার জন্যই দুঃখ প্রকাশ করেছে।
চিঠিতে বলা হয়েছে, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্তের জন্য আমরা ক্ষমা চাইছি। ট্রাম্পের আগ্রাসন বন্ধের জন্য যে ধরনের পদক্ষেপ নেয়া দরকার আমরা তার সবকিছুই করার চেষ্টা করব। আমেরিকার জনগণ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না।” মূলত ইংরেজি এবং ফারসি ভাষায় চিঠিটি পাঠিয়েছেন তারা।