করোনা ভাইরাস প্রাণ করলো মার্কিন সাংবাদিকের
কলকাতা টাইমসঃ
করোনাভাইরাস এবার প্রাণ কেড়ে নিলো এক বরিষ্ঠ মার্কিন সাংবাদিকের। জানা যাচ্ছে, মারিয়া মেরক্যাডার নামে ওই সাংবাদিক আমেরিকার নিউ ইয়র্ক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি সিবিএস নিউজের কার্যনির্বাহী সম্পাদক হিসেবে কাজ করছিলেন। প্রায় ৩০ বছর ধরে সিবিএস নিউজের সঙ্গে যুক্ত ছিলেন ৫৪ বছরের মারিয়া।
সিবিএস নিউজের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ফেব্রুয়ারি থেকে অসুস্থতাজনিত কারণে ছুটিতে ছিলেন মারিয়া। বিগত ২০ বছর ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন তিনি। মারিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মার্কিন সংবাদ মহলে।