মার্কিন যুদ্ধবিমান মোতায়েন হচ্ছে পোল্যান্ডে: টার্গেট রাশিয়া
কলকাতা টাইমসঃ
একের পর এক মার্কিন যুদ্ধবিমান মোতায়েন হচ্ছে পোল্যান্ডে। টার্গেট রাশিয়া। জানা যাচ্ছে, ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিহত করতে পোল্যান্ডে পৌঁছেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান। গতকাল বৃহস্পতিবার দেশটির লাস্ক শহরের একটি বিমানঘাঁটিতে অবতরণ করে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান।
বৃহস্পতিবার এক টুইট বার্তায় পোল্যান্ডে এফ-১৫ পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন সেদেশের প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্ল্যাশজাক। তিনি বলেন, লাস্ক শহরের বিমানঘাঁটিতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান এসে পৌঁছেছে। এগুলো ন্যাটোর পূর্বাঞ্চলীয় বাহিনীকে সহায়তা করবে।
ইউক্রেন সীমান্তে মস্কোর সেনা মোতায়েনের পরিপ্রেক্ষিতে ন্যাটোও পূর্ব ইউরোপের দেশগুলোতে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা রুখতেই এ আয়োজন বলে জানা যাচ্ছে।