চীন সীমান্তে চক্কর কাটছে মার্কিন যুদ্ধবিমান !
কলকাতা টাইমসঃ
চাপে চীন। ভারতের সঙ্গে যুদ্ধের দামামা বাজিয়ে আত্নর্জাতিক ভাবেও যথেষ্ট বেকায়দায় রয়েছে শি জিনপিং প্রশাসন। এই পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে জোট বাঁধতে পাকিস্তান, নেপাল এবং আফগানিস্তানকে কাছে টেনে আজই বৈঠক সেরেছে চীন। অন্যদিকে দক্ষিণ চীন সাগর নিয়ে দমবন্ধকর পরিস্থিতির মধ্যেই চীনের রক্তচাপ বাড়িয়ে তুললো দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান।
বিগত কিছুদিন যাবৎ দক্ষিণ চীন সাগরের লেউঝউ উপদ্বীপে সামরিক মহড়া চালাচ্ছে চীন। ওই সাগরেই পাল্টা মোহতা চালিয়েছে আমেরিকা এবং অস্ট্রেলিয়াও। এরই মধ্যে চীন সীমান্তে চক্কর কাটতে দেখা গেলো দু দু’টি মার্কিন যুদ্ধবিমানকে। সাংহাই থেকে মাত্র ৭৬ কিলোমিটার দূরে বিমানগুলিকে ঘুরে বেড়াতে দেখা যায়।
জানা গেছে, ওই দুটি মার্কিন যুদ্ধবিমানের মধ্যে একটি পি ৮ এ অ্যান্টি সাবমেরিন বিমান। অন্যটি ইপি-৩ ই যুদ্ধবিমান। চীনের সামরিক মহড়া চলাকালীন প্রায় ১২ দিন ধরে ওই অঞ্চলে চক্কর কাটতে দেখা যায় মার্কিন যুদ্ধবিমানগুলিকে।