January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

টোকিও অলিম্পিকের উসাইন বোল্ট 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

লিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হলো ১০০ মিটার দৌড়। যে ইভেন্টটিতে গত তিনটি আসরে কার্যত একচ্ছত্র সম্রাট হয়ে অধিষ্টান করছিলেন কিংবদন্তি উসাইন বোল্ট। ২০১৭ সালে ক্রীড়াজগৎ থেকে অবসর নেন জ্যামাইকান এই কিংবদন্তি।

বোল্টের উত্তরসূরি খুঁজে নেওয়ার জন্য উদগ্রীব নজর ছিলো এবারের টোকিও অলিম্পিকের ওপর। অবশেষে উঠে এলো সেই নাম। ইতালির মার্সেল জ্যাকবস বোল্টের গতবারের সময়, অর্থাৎ ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে জিতে নিলেন স্বর্ণ পদক। রুপো জিতে নিয়েছেন আমেরিকার ফ্রেড কারলি (৯.৮৪ সেকেন্ড)। আর ব্রোঞ্জ জিতেছেন কানাডার আন্দ্রে দি গ্রাস (৯.৮৯ সেকেন্ড)।

প্রসঙ্গত, গত রিও অলিম্পিকে ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটারে সোনা জিতেছিলেন উইনসেন বোল্ট। ২০০৯ সালে বার্লিন অলিম্পিকে গড়া ৯.৫৮ সেকেন্ডের রেকর্ড আজও ধরা ছোয়ার বাইরে।

Related Posts

Leave a Reply