ভ্যাকসিন নেওয়া এবং করোনায় আক্রান্তদের আর মাস্ক পড়তে হবে না -ব্রাজিল প্রেসিডেন্ট

কলকাতা টাইমসঃ
‘যারা করোনার ভ্যাকসিন নিয়েছেন এবং কখনো করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের আর মাস্ক পরার প্রয়োজন নেই।’ এমনটাই নিদান দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া অতিমারী করোনা ভাইরাস নিয়ে প্রথম থেকেই ব্যাপক উদাসীন থাকতে দেখা গেছে ব্রাজিলের প্রেসিডেন্টকে। দিনের পর দিন নিজের কর্মকান্ডের জেরে বিতর্কে জড়িয়েছেন তিনি।
প্রেসিডেন্ট বরাবরই লকডাউন সহ নানান বিধিনিষেধের বিরুদ্ধে অবস্থান করেছেন। যার বিরোধিতা করায় গত বছর মোট তিন বার দেশের স্বাস্থমন্ত্রী পরিবর্তন করেন তিনি। করোনা সংক্রমিত দেশের তালিকায় ব্রাজিলের স্থান তৃতীয়। মৃত্যুর নিরিখে বিশ্বে দ্বিতীয়। মোট ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার মানুষ আক্রান্ত হওয়ার পাশাপাশি ৪ লাখ ৮২ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর।