January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভ্যাকসিন তাতে কি ? সারাজীবনের সঙ্গী হল করোনা

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

মিউনিটি সিস্টেম বেড়ে যাওয়ার সাথে সাথেই এই ভাইরাসের কার্যকারিতা কমতে শুরু করবে। ফলে আমাদের শরীর এই ভাইরাসের সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরু করবে।

করোনাভাইরাস হয়তো কখনই বিলীন হবে না। ভ্যাকসিন আবিষ্কার এবং ব্যবহার শুরুর পরেও হয়তো বছরের পর বছর করোনার উপস্থিতি থেকেই যাবে এবং মানুষের মধ্যে এর সংক্রমণ ঘটতে থাকবে।

সাম্প্রতিক সময়ে বিশেষজ্ঞরা করোনা নিয়ে এভাবেই সতর্ক করলেন। এক্ষেত্রে তারা হাম, এইচআইভি এবং চিকেনপক্সের উদাহরণ টেনে এনেছেন।

এর আগে চলতি মাসের মাঝামাঝি সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সতর্ক করে বলেছে যে, করোনা হয়তো চিরতরে যাবে না।

সংস্থাটি জানিয়েছে যে, এইচআইভি ভাইরাসের মতো কোভিড-১৯ রোগ সৃষ্টিকারী করোনাভাইরাস স্থানীয় ভাইরাস হয়ে যেতে পারে। তাই বিশ্বজুড়ে প্রতিটি মানুষকে এই ভাইরাসের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা শিখতে হবে। কবে নাগাদ এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে তা এখনই বলা যাচ্ছে না।

আরও কিছু রোগের মতো করোনাও হয়তো স্থায়ী হয়ে যাবে। বর্তমানে চারটি করোনাভাইরাসের উপস্থিতি বিদ্যমান রয়েছে, যেগুলোর কারণে সাধারণ ঠান্ডাজনিত রোগ দেখা দেয়। অনেক বিশেষজ্ঞ মনে করছেন কোভিড-১৯ এই তালিকায় ৫ম ভাইরাস হিসেবে স্থায়ীভাবে থেকে যাবে।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইপিডেমিওলজিস্ট এবং বিবর্তনমূলক জীববিজ্ঞানী সারাহ কোবেই বলেন, এই ভাইরাস এখানেই থাকবে।

Related Posts

Leave a Reply