নরপিশাচ আর রক্তচোষারা বিখ্যাত করেছে এই অখ্যাত গ্রামটিতে
জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় ৫৫ মাইল দূরে অবস্থিত গ্রামটির নাম কোসুগা। পাহাড় ঘেরা গা ছমছম করা পরিত্যক্ত গ্রামটি এখন অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই গ্রামের মানুষরা মানুষ খায়। তাদের সারা শরীরে লেগে থাকে রক্ত। কি? গল্প শুনেই ভয় পেয়ে গেলেন বুঝি। এবার আসি আসল কথায়। হ্যালোইনের নাম শুনেছেন নিশ্চয়ই। হ্যালোইন বা ভূতের উৎসবকে ঘিরে বিভিন্ন দেশে আয়োজন করা হয় নানা রকম শাকচুন্নি, পেত্নি, এবং ভূতেদের কীর্তি।
তাই এই হ্যালোইনকে উদ্দেশ্য করে সম্প্রতি জাপানের কোসুগা গ্রামে তৈরী হয়েছে একটি ভয়ঙ্কর ভিডিও। সেই ভিডিওটি ইন্টারনেটে প্রকাশ হওয়ার পর ব্যাপক ভাবে ভাইরাল হয়ে পড়ে। কোসুগা গ্রামের বেশির ভাগ মানুষই কাজ এবং পড়াশুনার সুবাদে শহরে বসবাস করছে, তাই গ্রামটি প্রায় মানব শূন্য।
ভিডিওটিতে দেখা যায়, মাত্র ৭০০ মানুষের এই গ্রামের শিশুরা হয়ে উঠেছে রক্তচোষা। মানুষের উপর ভর করেছে ভয়ঙ্কর প্রেতাত্মারা। আর মৃত্যু যেন হাতছানি দিয়ে ডাকছে গ্রামবাসীদের। গ্রামটির এই হ্যালোইন ভিডিও দেখে আঁতকে উঠতে পারেন আপনিও।