ভারতে বসেই ইংল্যান্ডের খরা দূর করেন এই মহারাজা
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
১৮ দশকের মাঝামাঝি। দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড ভয়ানক খরায় জর্জরিত। তৃষ্ণা সহ্য করতে না পেরে সুদূর ইংল্যান্ডে এক গৃহস্থের সঞ্চয়ের শেষ জল পান করে ফেলেছিল এক খুদে। সেই ‘অপরাধ’-এর জন্য শাস্তিও পেয়েছিল সে। তীব্র ভর্ৎসনা এবং মায়ের হাতে বেধড়ক মার জুটেছিল তার।
হাজার হাজার মাইল দূরে বারাণসীর মহারাজার সঙ্গে নৈশভোজে যোগ দিয়ে সেই অভাবের ঘটনা তুলে ধরেছিলেন এডওয়ার্ড অ্যান্ডারডন রিয়েডে। ইউনাইটেড প্রভিন্স-এর গভর্নর জেনারেল ছিলেন তিনি।
এডওয়ার্ডের মুখ থেকে খরা কবলিত ইংল্যান্ডের সেই গ্রামের কথা শুনে স্থির থাকতে পারেননি মহারাজা। ভারতে বসেই ইংল্যান্ডের মাটিতে কুয়ো বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।
ইংল্যান্ডের স্টোক রো গ্রামে কুয়ো বানিয়ে দেন তিনি। সেই কুয়োর জল খেয়ে দীর্ঘ বছর খরা থেকে নিস্তার পেয়েছিলেন সেই গ্রামের মানুষ। এখন আর জলের অভাব নেই গ্রামে। পানীয় জলের পাইপলাইন চলে গিয়েছে। তা সত্ত্বেও গ্রামে খরার ইতিহাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই কুয়ো। যাকে সারা বিশ্ব মহারাজা কুয়ো নামেই জানে।
মহারাজা কোনও দিন ইংল্যান্ডে যাননি। কোনও দিন কুয়ো দেখতেও যাননি। কিন্তু ভারতে বসেই দুঃখ ঘুচিয়েছিলেন ইংল্যান্ডের।