বাড়িতে লিফট? এই নিয়মগুলি মাথায় না রাখলে সর্বনাশ
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
বাড়িতে লিফট লাগানোর প্রবণতা ধীরে ধীরে বাড়ছে। কিছু দিন আগে পর্যন্ত কেবল বড় বড় বিল্ডিং বা কর্পোরেট অফিসগুলিতেই লিফট ব্যবহার করা হত। কিন্তু এখন অনেকে বাড়িতেও লিফট রাখছেন। বাস্তুবিদদের মতে, ঘরে লিফট লাগানোর ক্ষেত্রেও বাস্তুর নিয়ম মেনে চলা জরুরি, নাহলে সংসারে একের পর এক অশান্তি লেগেই থাকবে। আসুন জেনে নেওয়া যাক, বাড়িতে লিফট রাখার ক্ষেত্রে কী কী নিয়ম মেনে চলা উচিত।
সঠিক দিক বাড়িতে লিফট লাগাতে চাইলে অবশ্যই বাস্তু অনুসারে সঠিক দিক নির্বাচন করুন। বাস্তু মতে, লিফট সবসময় উত্তর-পশ্চিম দিক অর্থাৎ বায়ু কোণে লাগানো উচিত। লিফটের দরজা লিফট লাগানোর সময় দরজার দিকেও খেয়াল দেওয়া উচিত। লিফটের দরজা সবসময় পূর্ব বা দক্ষিণ দিকে হওয়া উচিত।
উত্তর দিকেও লিফটের দরজা করতে পারেন। তবে ভুলেও কখনও পশ্চিম দিকে লিফটের দরজা করবেন না। আয়না লাগালে অনেকেই লিফটে আয়না লাগান। সেক্ষেত্রেও বাস্তু নিয়ম মেনে চলা জরুরি।
লিফটের আয়না উত্তর বা পূর্ব দিকে লাগানো শুভ। দক্ষিণ বা পশ্চিম দিকে ভুলেও আয়না লাগানো উচিত নয়। রোজের এই ৪ অভ্যাসেই বাড়ে ফ্যাটি লিভারের ঝুঁকি! পরিষ্কার রাখুন বাড়িতে লিফট রাখলে অবশ্যই তা নিয়মিত পরিষ্কার করতে হবে।
বাস্তু মতে, লিফট নোংরা থাকলে নেগেটিভ এনার্জির প্রবাহ বাড়ে। তাই সর্বদা পরিচ্ছন্ন রাখুন লিফট। সম্ভব হলে লিফটে সুগন্ধও কিছু ব্যবহার করতে পারেন।