বাগানেও মানুন বাস্তু, জেনে নিন কোন দিকে কোন গাছ লাগালেই সুফল
বাস্তু মেনে বাড়ি বানানো বা কেনার পরামর্শ সবাইকেই দেওয়া হয়ে থাকে। শুধু তাই নয়, বাড়ির প্রতিটি ঘরে, বারান্দায়, ঠাকুর ঘরে, বাড়ির কোন দিকে কী কী জিনিস রাখলে আমাদের উপকার ও অপকার হতে পারে, সে সম্পর্কেও ধারণা প্রদান করে বাস্তুশাস্ত্র। ঠিক তেমনভাবেই, বাড়িতে ছোট বাগান তৈরি করতে চাইলেও বাস্তু কিছু নির্দিষ্ট নিয়ম আছে।
১) আপনি যদি ঘরে ছোট গাছ লাগাতে চান, তবে সেগুলি পূর্ব, উত্তর বা ঈশান কোণে লাগাতে পারেন। এর ফলে ঘরে সুখ আসে।
২) বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে ছোট গাছ লাগাবেন না।
৩) বড় বা খুব লম্বা গাছ সর্বদা ঘরের দক্ষিণ বা পশ্চিম দিকে লাগানো উচিত। তাহলে ঘরে থাকা নেতিবাচকতা দূর হবে।
৪) বড় বা ঘন গাছ কখনই পূর্ব, উত্তর বা ঈশান কোণে লাগানো উচিত নয়। ঈশান কোণ ভগবানের জন্য এবং এই জায়গাটি সর্বদা খালি রাখা উচিত। এখানে ছোট গাছ লাগাতে পারেন।
৬) বনসাই দেখতে দেখতে খুবই সুন্দর, কিন্তু এটি ঘরে লাগাবেন না, কারণ বাস্তুশাস্ত্র অনুসারে এটি বাড়ির বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়।