January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ড্রোন হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ভিভিআইপি সুরক্ষা বলয়। চারিদিকে হাই সিকিউরিটিতে ব্যস্ত লোকজন। প্রেসিডেন্ট বলে কথা। কিন্তু এহেন সুরক্ষা ব্যবস্থাও ভেদ করে হামলা করা হলো  ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর। ড্রোন ব্যবহার করে এই হত্যার চেষ্টা করা হয়। যদিও অল্পের জন্য বেঁচে গেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রাজধানী কারাকাসে সেনাবাহিনীর ৮১তম বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। এই হামলার জন্য কলম্বিয়াকে দায়ী করেছেন প্রেসিডেন্ট মাদুরো। কলম্বিয়া অবশ্য এই অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।

ভেনেজুয়েলার কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলার ঘটনায় সাত সেনাসদস্য আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যোগাযোগমন্ত্রী জর্জ রদ্রিগেজ বলেছেন, প্রেসিডেন্ট স্ট্যান্ডের কাছে বিস্ফোরকবোঝাই দুটি ড্রোনের বিস্ফোরণ ঘটে। প্রথম ড্রোনটি হামলার পর নিজের বক্তব্য ফের করার সময় মাদুরো যখন  জাতির উদ্দেশে নিজের বক্তব্য রাখা শুরু করেন তখনি আরেকটি একটি বিস্ফোরণ ঘটে। ড্রোন পরে দেশবাসীআছি কে জানান, উড়ন্ত বস্তু আমার সামনে বিস্ফোরিত হয়। এটা বড় বিস্ফোরণ ছিল। কিন্তু ঈশ্বরের দয়ায় আমি ভালো।

Related Posts

Leave a Reply