শ্যামাও দেবীর রূপ
কেউ আছে শ্যাম বর্ণের কিংবা গায়ের রং বেশ কিছুটা চাপা ধরণের তাদের অনেকের কাছেই সৌন্দর্য মানে নিজেকে ফর্সা দেখানো। সেই ফর্সা দেখাতে তারা নানা ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকে। এছাড়াও বর্তমান সময়ে নানা ধরনের বৈজ্ঞানিক চিকিৎসাও রয়েছে যা ব্যবহার করেও সহজ উপায় ফর্সা হওয়া যায়। তবে এগুলো আসলে কতটা নিজেদের জন্য গ্রহণযোগ্য বা ভালো কিছু। কতটা আশীর্বাদ স্বরূপ, কতটা অভিশাপ স্বরূপ। তা নিয়ে কি আমরা কখনো চিন্তা করি?
তবে এখানে আরো একটা বিষয় রয়েছে আমরা যতই আমাদের নিজেদের মধ্যে সৌন্দর্য খুঁজতে চাই। নিজেদের মধ্যে যা আছে তা ফুটিয়ে তুলতে চায়। আমাদের আশেপাশের মানুষরা আমাদেরকে কোন না কোন ভাবে খুব হেয় চোখে দেখে। অনেকে হয়তো বা ভালোর জন্য কোন ফর্সা হওয়ার ক্রিম লাগাতে বলে। অনেকে হয়তো বা লজ্জা দেয়ার জন্য। তবে তা কি আসলেও দরকার আছে? একদমই নয়!
সৌন্দর্য্য মানে নিজেকে পরিপাটি করে রাখা। নিজেকে গুছিয়ে রাখা। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। নিজের মধ্যে যা আছে তা আরো ভেতর থেকে সুন্দর করে তোলা। তার নামই সৌন্দর্য্য।
তাই নিজের রূপকে বদলে নয় নিজের রূপের মাঝেই সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে। শ্যামা মাও মা দুর্গার আরেক প্রতীক। মা দুর্গার প্রতীক তাই কালো রংকে অবহেলা নয় ঘৃণা নয় লজ্জা নয়। বরং নিজের রঙের মাঝেই সৌন্দর্য খুঁজুন। সেই রংকে আরো ফুটিয়ে তুলুন। নিজেকে ফুটিয়ে তুলুন নিজের মধ্যে থেকেই।