January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

শ্যামাও দেবীর রূপ 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
সৌন্দর্যের ব্যাখ্যা একেকজনের কাছে একেক রকম। সুন্দর চোখে নিজের মতো করে গ্রহণ করাও নির্ভর করছে তার নিজের মানসিকতার উপর। কেউবা নিজের মধ্যে যা আছে তা নিয়ে খুশি কেউবা নিজেকে আর একটু সুন্দর করতে চায় কেউবা নিজেকে অনেক বেশি সুন্দর করতে চায়। কেউবা নিজেকে গুছিয়ে রাখতে পছন্দ করে। তবে মানুষ বিশেষ সকলেরই চাহিদা পছন্দ ভিন্ন হয়ে থাকে। 

কেউ আছে শ্যাম বর্ণের কিংবা গায়ের রং বেশ কিছুটা চাপা ধরণের তাদের অনেকের কাছেই সৌন্দর্য মানে নিজেকে ফর্সা দেখানো। সেই ফর্সা দেখাতে তারা নানা ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকে। এছাড়াও বর্তমান সময়ে নানা ধরনের বৈজ্ঞানিক চিকিৎসাও রয়েছে যা ব্যবহার করেও সহজ উপায় ফর্সা হওয়া যায়। তবে এগুলো আসলে কতটা নিজেদের জন্য গ্রহণযোগ্য বা ভালো কিছু। কতটা আশীর্বাদ স্বরূপ, কতটা অভিশাপ স্বরূপ। তা নিয়ে কি আমরা কখনো চিন্তা করি? 

সৌন্দর্য্য মানে নিজের মধ্যে যা আছে তা আরো সুন্দর করে ফুটিয়ে তোলা।  এমনটা নয় যে আমাকে ফর্সা হতে হবে, আমার চোখ বড় হতে হবে, চুল সোজা হতে হবে, ত্বকে কোনো ব্রণ থাকতে পারবে না, থাকবে না কোনো কালশিটে। ত্বকে অনেকেরই শ্বেত সমস্যা থাকে। এইটাকে রোগ বলা হলেও এইটা তেমন কোনো রোগ নয়, এই সমস্যা নিয়ে অনেক নারীরাই অনেক দ্বিধা, লজ্জা, সংকোচে ভোগে। তবে এইটা এমন কোনো বড় সমস্যাই হতে পারে না। ত্বকে দাগ থাকা চলবেনা, এসব যেন নারীদের জীবনে নানান হীনমন্যতার কারণ, এইসব তো সৌন্দর্য হতে পারে না। এমনই ভাবে তারা তবে বিষয়টা কখনোই এমন নয়।

তবে এখানে আরো একটা বিষয় রয়েছে আমরা যতই আমাদের নিজেদের মধ্যে সৌন্দর্য খুঁজতে চাই। নিজেদের মধ্যে যা আছে তা ফুটিয়ে তুলতে চায়। আমাদের আশেপাশের মানুষরা আমাদেরকে কোন না কোন ভাবে খুব হেয় চোখে দেখে। অনেকে হয়তো বা ভালোর জন্য কোন ফর্সা হওয়ার ক্রিম লাগাতে বলে। অনেকে হয়তো বা লজ্জা দেয়ার জন্য।  তবে তা কি আসলেও দরকার আছে? একদমই নয়! 

সৌন্দর্য্য মানে নিজেকে পরিপাটি করে রাখা। নিজেকে গুছিয়ে রাখা। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। নিজের মধ্যে যা আছে তা আরো ভেতর থেকে সুন্দর করে তোলা। তার নামই সৌন্দর্য্য।

তাই নিজের রূপকে বদলে নয় নিজের রূপের মাঝেই সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে। শ্যামা মাও মা দুর্গার আরেক প্রতীক। মা দুর্গার প্রতীক তাই কালো রংকে অবহেলা নয় ঘৃণা নয় লজ্জা নয়। বরং নিজের রঙের মাঝেই সৌন্দর্য খুঁজুন। সেই রংকে আরো ফুটিয়ে তুলুন। নিজেকে ফুটিয়ে তুলুন নিজের মধ্যে থেকেই।

Related Posts

Leave a Reply