November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

খুবই তুচ্ছ, কিন্তু অদেখা করলেই ব্রেস্ট ক্যানসার অবধারিত  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ব্রেস্টে কোনো লাম্প বা আকারের পরিবর্তন হলে যে ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি থাকতে পারে তা সকলেই জানেন। আমাদের জানার বাইরেও অনেক উপসর্গ রয়েছে। আপাতদৃষ্টিতে যা আপনার স্বাভাবিক বলেই মনে হবে। সেই সব উপসর্গ নিয়ে কী বলছেন চিকিৎসকরা?

১) এ ক্ষেত্রে আচমকা নিপলের পরিবর্তন হয়ে থাকে। আকারের পরিবর্তনের সঙ্গে ত্বকের রং বদলে যায়। চামড়া লাল কিংবা আঁশের মতো হয়ে যায়।

২) পিরিয়ডের আগে এবং পরে সাধারণত ব্রেস্টে যন্ত্রণা বা একটু অস্বস্তি অনুভব করেন অনেকেই। কিন্তু এই সময় ছাড়াও যদি তেমন অনুভূত হয় তা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৩) ব্রেস্টে বা তার আশেপাশে যদি লিম্ফনোড-এর অস্বাভাবিকতা কিছু অনুভব করেন তা হলেও সতর্ক থাকবেন।

৪) অনিয়মিত পিরিয়ডও ব্রেস্ট ক্যানসারের কারণ হতে পারে। এমনকী হঠাৎ খুব রোগা কিংবা ওজন বেড়ে গেলেও ডাক্তার দেখানো উচিত।

৫) যদি দেখেন ত্বকের পরিবর্তনের সঙ্গে ব্রেস্টে শিরাও দেখা যাচ্ছে এবং ব্রেস্টের কোনও অংশে আঙুল দিয়ে চাপ দিলে যদি তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সময় লাগে, চিকিৎসকের পরামর্শ নিন।

তবে এই উপসর্গগুলো থাকা মাত্রই অহেতুক ভেঙে পড়বেন না। যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে টেস্ট করিয়ে নেওয়া উচিত।

Related Posts

Leave a Reply