জেট এয়ারওয়েজকে বাঁচাতে এগিয়ে এলেন বিজয় মালিয়া !

কলকাতা টাইমসঃ
নিজের তৈরী কিংফিশার এয়ারলাইন্সকে নিলামে তুলেও খদ্দের পাওয়া যায়নি। সেই বিজয় মালিয়া এবার এগিয়ে এলেন জেট এয়ারওয়েজকে বাঁচাতে! যার ওপর ৯ হাজার কোটি টাকার ব্যাংক জালিয়াতির অভিযোগ রয়েছে। তার করা একটি টুইট কে কেন্দ্র করেই তিনি আবার খবরের শিরোনামে। প্রসঙ্গত, গতকালই জেটকে ১৫০০ কোটি টাকা নতুন করে ধার দেওয়ার কথা জানায় ঋণদাতারা ব্যাংকগুলি।
জেটের এই পরিস্থিতি নিয়েই মঙ্গলবার সকালে মাল্যর টুইট। তাতে জেট এয়ারওয়েজের পাশে দাঁড়ানোর পাশাপাশি মাল্য আক্ষেপ করে বলেন, তার সংস্থার পাশেও যদি একই ভাবে ব্যাংক দাঁড়াত তাহলে কিংফিশারের এই দশা হত না। দু’টি প্রায় একই ঘটনায় সরকারের দু’রকম ভূমিকা পালন করেছে বলে তার অভিযোগ। তিনি বলেন, ব্যাংক আমার সম্পত্তি নিয়ে নিতে পারে। এই সম্পত্তি জেট এয়ারওয়েজকে ঘুরে দাঁড়ানোর কাজে লাগতে পারে।