গ্রাম, কিন্তু থাকেন শুধু কোটিপতিরা !
কলকাতা টাইমসঃ
আদ্যপান্ত একটি গ্রাম, কিন্তু এখানেই মেলে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা। যা পেছনে ফেলে দেবে অনেক বড় বড় শহরকেও। চীনের জিয়াংসু প্রদেশের হুয়াক্সি গ্রাম। এটাই বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম বলে পরিচিত। ১৯৬১ সালে গড়ে ওঠে গ্রামটি। প্রথম দিকে আর পাঁচটা গ্রামের মতোই ছিল হুয়াক্সি। গ্রামটি আধুনিক রূপ পায় উ রেনবাওয়ের অক্লান্ত প্রচেষ্টায়।
বর্তমানে গ্রামের প্রত্যেক বাসিন্দার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে কমপক্ষে দু’কোটি টাকা। গ্রামে প্রায় ২০০০ মানুষের বাস। সরকারের পক্ষ থেকে গ্রামের প্রত্যেক বাসিন্দাকে বিলাসবহুল ঘর, গাড়ি এবং জীবনযাপনের সব রকম স্বাচ্ছন্দ্য, সুবিধা দেয়া হয়। গ্রামের প্রতিটি ঘরের আকার এবং নকশা একই রকমের। এখানে সপ্তাহে সাত দিনই কাজ করতে হয়। গ্রামে জুয়া, মাদক সব নিষিদ্ধ। এই গ্রাম ছেড়ে কেউ চলে গেলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয় প্রশাসন।