।। আর কখনও লিখব না বিরাট গাথা ।।

।। রজত পাল ।।
আর বলব না কখনও যে আন্তর্জাতিক ক্রিকেটে 63 টি সেঞ্চুরির মালিক এখন বিরাট কোহলি ।
আর বলব না যে সর্বকালের ব্যাটসম্যানদের মধ্যে বিরাটের সামনে এখন শুধু দুই Great …. শচীন এবং পন্টিং।
আর একথা তুলব না যে ইংল্যান্ড, আফ্রিকা, অষ্ট্রেলিয়ার মাটিতে গিয়ে নিজেকে প্রমাণ করা হয়ে গেছে ।
এসব কেন বলব ? এতো আপনাদের জানা হয়ে গিয়েছে ! যাদের মনে সামান্য দ্বিধা ছিল তারাও ক্রমশ মুগ্ধ হচ্ছেন ।
যদি কখনও বলি তাহলে এটাই বলব, নায়ক এরকমই হয় ! 8-2 scoreline এ ব্যাট করতে এসে বীরের মতো খেলে । প্রতিপক্ষ এর চোখে চোখ রেখে বলে ‘Green পিচ এ আমরা ভয় পাই না, উত্তেজিত হই । ঘাস যেন না ছাটে ! ”
এরকম বীর তো সৌরভকে দেখেছি । বুকের জোর । কলিজা !! বিপক্ষের পাড়ায় গিয়ে মারব !!!
ক্রিকেট ছাড়ুন ! খেলা ছাড়ুন !!! আমরা ভারতবাসী। এরকম বীর কেই পূজো করি ।
শিবাজি ! নেতাজি। !!!
আমাকে বন্দি করবি ! আটকে রাখার প্ল্যান করবি। পালাব ! তবে ভয়ে নয় । এমন শক্তি অর্জন করব যে তোর পায়ের তলায় জমি কেঁপে উঠবে !! জেতা – হারা । সে দেখা যাবে খন !!!
Leaders lead from the front !!!