বিশ্বকাপ থেকে নির্বাসনের মুখে বিরাট কোহলি ?
কলকাতা টাইমসঃ
বিশ্বকাপ থেকে নির্বাসনের মুখে বিরাট কোহলি? ইতিমধ্যেই সেমিফাইনালে ভারত। কিন্তু তার আগেই বড় রকমের কোনো দুঃসংবাদ পেতেই পারেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। নিষিদ্ধ করা হতে পারে বিরাট কোহলিকে! কিন্তু কেনো? আইসিসির নিয়ম অনুযায়ী, দু’বছরের মধ্যে লেভেল টু অপরাধের কারণে ৩ বা ৪টি ডিমেরিট পয়েন্ট পেলে দুটি ওয়ানডেতে নিষিদ্ধ করা হতে পরে সেই খেলোয়াড়কে। ২০১৮ জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি। সব মিলিয়ে কোহলির ভাঁড়ারে এখন দুটি ডিমেরিট পয়েন্ট। আর একটি যোগ হলেই শাস্তির কোপে পড়বেন তিনি।
বিরাটের অপরাধ, বাংলাদেশের ইনিংসের ১১তম ওভারে সৌম্য সরকারকে এলবিডব্লিউ না দেওয়া নিয়ে আম্পেয়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে পরেন ভারতীয় ক্যাপ্টেন। আম্পায়ার আউট না দেওয়ায় মেজাজ হারান কোহলি। এই বিশ্বকাপেই আফগানিস্তানের বিরুদ্ধেও আম্পারদের সঙ্গে তর্কে জড়িয়ে পরেন কোহলি। এর ফলে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয় তাকে। যুক্ত হয় একটি ডিমেরিট পয়েন্টও।