প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিরল এক রেকর্ডের অধিকারী হলেন বিরাট কোহলি
কলকাতা টাইমসঃ
বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। এবার এক অনন্য নজির গড়লেন এই ক্রিকেটার। একদিনের আন্তর্জাতিক কেরিয়ারের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছলেন ভারতের অধিনায়ক কোহলি। আইসিসি প্রকাশিত তালিকা অনুযায়ী সাদা বলের ক্রিকেটে সবথেকে বেশি পয়েন্টের অধিকারী হয়েছেন তিনি।
এখন তিনি ৯১১ পয়েন্ট -এর মালিক। এটাই বিরাট কোহলির কেরিয়ারের সেরা রেকর্ড। কিন্তু, ১৯৯১ সালে ডিন জোনসের (অস্ট্রেলিয়া) অর্জন করা ৯১৮ রানের রেকর্ড এখনও ছুঁতে পারেননি ভারত অধিনায়ক। তারও আগে রয়েছেন কিংবদন্তী ভিভ রিচার্ডস (৯৩৫), জাহির আব্বাস (৯৩১), গ্রেগ চ্যাপেল (৯২১), ডেভিড গোয়ার (৯১৯)।
তবে এটা ঠিক যে, এটাই কোনো ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ অর্জিত পয়েন্ট। এবং আইসিসি তালিকায় বিরাট কোহলি এখন ষষ্ঠ সর্বোচ্চ পয়েন্টের অধিকারী। প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারলেও ব্যাটে সফল ছিলেন বিরাট। তিন ম্যাচের সিরিজে বিরাটের ব্যাট থেকে এসেছে ২টি অর্ধশতরান (৭৫, ৭১)। লর্ডসে ৫ রানের জন্য অর্ধশতরান পাননি তিনি। সব মিলিয়ে এই সিরিজে বিরাটের রান ১৯১।