বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসন ও স্টিভ স্মিথ – রবি শাস্ত্রীর বিশ্বসেরার ক্রমান্বয়
নিউজ ডেস্কঃ
প্রশংসায় ভরিয়ে দেওয়া হচ্ছে বিরাট কোহলিকে। রবি শাস্ত্রীও কম যান না। ভারতীয় দলের কোচ কথা বলেন চমৎকার। এবার অবশ্য তিনি পড়েছেন একটু ঝামেলায়। বিরাটকে প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছেন না শাস্ত্রী। তাই তিনি অক্সফোর্ড ডিকশনারির সাহায্য নিতে চাইছেন।
শাস্ত্রীর কথায়, ‘একটা কাজ করতে হবে। বইয়ের দোকানে গিয়ে অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণ কিনে আনতে হবে। তারপর পছন্দসই শব্দ বেছে করতে হবে বিরাটের প্রশংসা।’ ধারাভাষ্য দেওয়ার সময় জমিয়ে রাখতেন কমেন্ট্রি বক্স। সিরিজে কোহলির পারফরম্যান্স নিয়ে শাস্ত্রী বললেন, ‘ব্যাটসম্যান বিরাট গোটা সিরিজে দুরন্ত খেলেছে। দক্ষিণ আফ্রিকার আক্রমণের সামনে ৬ ম্যাচে ৫০০’র ওপর রান। এককথায় অনবদ্য।’
বিশ্বের সেরা ব্যাটসম্যানের কথা বলতে এই মুহূর্তে চারজনের নাম মুখে আসে। বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসন ও স্টিভ স্মিথ। শাস্ত্রী কিন্তু বিরাটকেই এগিয়ে রাখলেন। তিনি বলেন, ‘শুধু গড় দেখলে হবে না। কীভাবে রান করছে। কী পরিস্থিতিতে করছে। দলের উপর তা কতটা প্রভাব ফেলছে। সবকিছু বিচার করতে হবে। আমার কাছে বিরাটই এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান।’