দীর্ঘ ১০ মাস মাইনে বন্ধ বিরাট কোহলিদের !
কলকাতা টাইমসঃ
মাইনে বন্ধ ভারতীয় ক্রিকেটারদের! একদিন দুদিন নয় দীর্ঘ ১০ মাস ধরে নাকি মাসোহারা পাচ্ছেন না দেশের তাবড় ক্রিকেটাররা। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর এই অবস্থায় স্বভাবতই হতচকিত ক্রিকেট বিশ্ব। জানা যাচ্ছে, গত অক্টোবর থেকে প্রায় ১০ মাস বেতনহীন কোহলিসহ অন্তত ২৭ জন ক্রিকেটার।
প্রসঙ্গত, ২০১৮ সালের মার্চের হিসেব বলছে ভারতীয় বোর্ডের হাতে রয়েছে ৫,৫২৬ কোটি টাকা। ব্যাংকে ফিক্সড রয়েছে ২,৯৯২ কোটি। ওই বছরই স্টার টিভির সঙ্গে সম্প্রচার চুক্তি করা হয়েছিল ৬,১৩৮ কোটি টাকার। এদিকে ক্রিকেটারদের বেতন বাবদ প্রতিবছর বিসিসিআই’র খরচ হয় ৯৯ কোটি টাকা। যদিও বিসিসিআই’র তরফে দাবি করা হয়েছে স্থানীয় ক্রিকেট সংস্থাকে তারা টাকা পাঠিয়ে দিয়েছেন।