আমলার রেকর্ডে বিরাট হামলা, অবিশ্বাস্য কান্ড !
৩৫৪ ম্যাচে ৫৩টি আন্তর্জাতিক শতরান! পৃথিবী নামক গ্রহে বিরাটই একমাত্র ক্রিকেটার যিনি এত কম ম্যাচে এই মাইলস্টোন গড়ে ফেললেন। এদিন সেঞ্চুরিয়ানে টেস্ট কেরিয়ার ২১তম শতরান অর্জন করলেন ভারত অধিনায়ক। উল্লেখ্য, অধিনায়ক হিসেবে সচিনের পর বিরাটই দ্বিতীয় ভারত অধিনায়ক যার ঝুলিতে রয়েছে ম্যান্ডেলার দেশে করা শতরানের গৌরব। একই সঙ্গে এদিন বিরাট কোহলি ভাঙলেন আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকালের সেরা রেকর্ডও। এতদিন পর্যন্ত বিশ্বের দ্রুততম ৫৩ শতকের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাসিম আমলা। ৩৮০ ইনিংস খেলে আমলা পৌঁছেছিলেন এই উচ্চতায়। আর বিরাট সেই উচ্চতায় পৌঁছলেন ২৬ কদম আগেই।
অধিনায়ক (দক্ষিণ আফ্রিকা) গ্রেম স্মিথ ৩৩টি শতরান করেছেন৩৬৮ ইনিংসে।
অধিনায়ক (ভারত) বিরাট কোহলি ২৪টি শতরান করেছেন ১০৪ ইনিংসে।
অধিনায়ক (অস্ট্রেলিয়া) স্টিভ স্মিথ ২০টি শতরান করেছেন ১০৮ ইনিংসে।