কুমারী বেচা কেনার এমন বাজার দেখেননি কখনও !
কলকাতা টাইমস :
বুলগেরিয়ার কালাইদঝি নামে একটি জনগোষ্ঠীর সংস্কৃতিতে এমন একটি মেলা জড়িয়ে আছে যেটা খুবই অদ্ভুত! রোমা উপজাতিদের একটি অংশ এই গোষ্ঠিটি তাদের বিবাহ ইচ্ছুক কুমার-কুমারীদের বাজারে তুলে থাকে বেচাবিক্রির জন্য! নিজেদের জনগোষ্ঠীর বাইরে অন্য কাউকে বিয়ে করার নিয়ম নেই। এমনকি বিয়ের আগে ছেলে-মেয়েরা বাইরে কোথাও দেখা করতেও যেতে পারে না। বয়স ১৫ হলেই মেয়েদের বাইরে যাওয়া এমনকি পড়াশুনা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়ে থাকে যাতে বাইরের দুনিয়ার বদপ্রভাব না পড়ে বা কুমারিত্ব নষ্ট না হয়।
মোটকথা, মেয়েদের সাজ-সজ্জায় থাকে জাঁকজমকপূর্ণ মেক আপ, টাইট ও চটকদার ড্রেস যেন দেখতে একদম একজন মডার্ন বুলগেরিয়ান তরুণীর মতই মনে হয়। কারণ, কোন পাত্রী কেমন দর পাবেন, তা নির্ভর করে তাঁর সৌন্দর্য থেকে শুরু করে সাজপোশাক, আচার ব্যবহারের উপরে। পাত্রীর সাজে মেলায় আসা মহিলাদের শুধু পছন্দ করলেই হবে না, পুরুষদের এর জন্য খসাতে হয় ট্যাঁকের কড়িও। কারণ, যে পুরুষের যে মহিলাকে জীবনসঙ্গিনী হিসাবে পছন্দ হবে, তার জন্য তাকে যথার্থ দাম দিতে হয়। কয়েক লক্ষ টাকা পর্যন্ত দর ওঠে মেলায় পাত্রী হিসাবে যোগ দেওয়া নারীদের।