November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular সফর

কুমারী বেচা কেনার এমন বাজার দেখেননি কখনও !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বুলগেরিয়ার কালাইদঝি নামে একটি জনগোষ্ঠীর সংস্কৃতিতে এমন একটি মেলা জড়িয়ে আছে যেটা খুবই  অদ্ভুত! রোমা উপজাতিদের একটি অংশ এই গোষ্ঠিটি তাদের বিবাহ ইচ্ছুক কুমার-কুমারীদের বাজারে তুলে থাকে বেচাবিক্রির জন্য! নিজেদের জনগোষ্ঠীর বাইরে অন্য কাউকে বিয়ে করার নিয়ম নেই। এমনকি বিয়ের আগে ছেলে-মেয়েরা বাইরে কোথাও দেখা করতেও যেতে পারে না।  বয়স ১৫ হলেই মেয়েদের বাইরে যাওয়া এমনকি পড়াশুনা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়ে থাকে যাতে বাইরের দুনিয়ার বদপ্রভাব না পড়ে বা কুমারিত্ব নষ্ট না হয়।

তবে সদ্য যৌবনপ্রাপ্ত কুমারী মেয়ে থেকে শুরু করে বিভিন্ন বয়সের মহিলাদের নিয়ে বছরে চারটি মেলা আয়োজন করে কালাইদঝি সম্প্রদায়। তবে বসন্তকালের মেলাটি সবচেয়ে জনপ্রিয়। এ মেলায় কুমারী মেয়েদের উপযুক্ত দামে কিনে নেন তাদের বিয়ে করতে ইচ্ছুক পুরুষ।
বুলগেরিয়ার স্তারা জাগোরা নামে এই অঞ্চলের রোমা জনগোষ্ঠীর মহিলারা এভাবেই বিবাহবন্ধনে আবদ্ধ হন। বুলগেরিয়াতে এদেরকে অনেকে কালাইদঝি বলেও ডাকে। তারা মূলত তামার বিভিন্ন জিনিসপাতি তৈরি করে থাকে।
এটাই এদের রুজি-রুটি। কিন্তু এ পেশার প্রয়োজনীয়তা দিন দিন হারিয়ে যাচ্ছে। আগামী ৩০-৪০ বছরে সেটা একেবারে বিলুপ্ত হয়ে যাবে। তাই কালাইদঝি সম্প্রদায়ের দারিদ্র্য আর অনটন যেন নিত্যসঙ্গী। ফলে, বিবাহের মতো ব্যয়বহুল আনুষ্ঠানের আড়ম্বর এদের পক্ষে সম্ভব হয় না। তাই, এ জনগোষ্ঠীর জন্য এই মেলাই হচ্ছে জীবনসঙ্গিনী খুঁজে পাওয়ার একমাত্র জায়গা।
মেলাটি অনুষ্ঠিত হয় শহরের বাইরে বিশাল এক মাঠে, যেখানে পুরাতন এবং নতুন ফ্যাশানের সাজে উপস্থিত হয় তরুণীরা। কালাইদঝি তরুণীরা ব্রাইডের বেশে চুলকে সজ্জিত করে, লং ভেলভেট স্কার্ট আর রং-বেরঙের হেড স্কার্ফ সাথে গা ভর্তি গয়না দিয়ে সাজিয়ে তোলে নিজেদের।

মোটকথা, মেয়েদের সাজ-সজ্জায় থাকে জাঁকজমকপূর্ণ মেক আপ, টাইট ও চটকদার ড্রেস যেন দেখতে একদম একজন মডার্ন বুলগেরিয়ান তরুণীর মতই মনে হয়। কারণ, কোন পাত্রী কেমন দর পাবেন, তা নির্ভর করে তাঁর সৌন্দর্য থেকে শুরু করে সাজপোশাক, আচার ব্যবহারের উপরে। পাত্রীর সাজে মেলায় আসা মহিলাদের শুধু পছন্দ করলেই হবে না, পুরুষদের এর জন্য খসাতে হয় ট্যাঁকের কড়িও। কারণ, যে পুরুষের যে মহিলাকে জীবনসঙ্গিনী হিসাবে পছন্দ হবে, তার জন্য তাকে যথার্থ দাম দিতে হয়। কয়েক লক্ষ টাকা পর্যন্ত দর ওঠে মেলায় পাত্রী হিসাবে যোগ দেওয়া নারীদের।

Related Posts

Leave a Reply