চ্যাম্পিয়ান দলের বিরুদ্ধে ভ্লাদিমির পুতিন একই করলেন ৫ গোল !

নিউজ ডেস্কঃ
কিছুদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে চতুর্থবারের মত শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। আর এরই মধ্যে তিনি মজেছেন আইস হকিতে। গত বৃহস্পতিবার রাতে রাশিয়ার সোচি শহরে অনুষ্ঠিত নাইট আইস হকি লিগের জমকালো অনুষ্ঠানে হাজির হন পুতিন। সেখানেই পুরোদস্তুর খেলোয়াড় হয়েই নেমে পড়েন মাঠে। যদি মনে করে থাকেন শখের বসে এমনটি করছেন পুতিন, তাহলে আপনি ভুল ভাবছেন। কেননা, এদিন পেশাদার খেলোয়াড়দের মতো পাঁচ পাঁচটি গোল করে মাঠ মাতিয়ে দিলেন তিনি।
তার চিরাচরিত ১১ নম্বর জার্সি পরেই মাঠে নামেন পুতিন। হকি খেলোয়াড়দের পোশাক পড়া পুতিনের ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। পুতিনের দলের হয়ে খেলেন রাশিয়া এবংপুরোনো সোভিয়েত ইউনিয়নের অনেক বিখ্যাত হকি খেলোয়াড়। পুতিনের দলের প্রতিপক্ষ ছিলো এই বছরে নাইট আইস হকি লিগের চ্যাম্পিয়ন লেনিনগার্ড অঞ্চলের ফ্লাগম্যান টিম। ম্যাচে ১২-৭ গোলের জয় পেয়েছে পুতিনের দল। এর মধ্যে পুতিন একাই করেন ৫ গোল।