নিউজিল্যান্ডে বৈধতা পেতে চলেছে স্বেচ্ছা মৃত্যু
কলকাতা টাইমসঃ
দুরারোগ্য ব্যাধি বা অন্য কোনো কারণে প্রবল যন্ত্রণাক্লিষ্ট মানুষ এবার চাইলেই স্বেচ্ছায় মৃত্যুবরণের সুযোগ পাবেন। অস্ট্রেলিয়ার পর এবার স্বেচ্ছামৃত্যুকে বৈধতা দিতে চলেছে নিউজিল্যান্ড। গতকাল বুধবার সেদেশের পার্লামেন্টে এই মর্মে একটি বিল পাস হয়।
পার্লামেন্টে বিলের পক্ষে ভোট পড়ে ৬৯টি। আর বিপক্ষে ৫১টি। দীর্ঘ দুই বছর ধরে চলা নানান বিতর্কের পর এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিলো নিউজিল্যান্ড। এবার দেশজুড়ে এই বিলের পক্ষে বা বিপক্ষে গণভোট অনুষ্ঠিত হবে। সেখানেই মানুষ ঠিক করবে তারা কি চাইছে।