বালুচিস্তানে ভোট: মানবে না ভারত
কলকাতা টাইমসঃ
আগামী ১৫ নভেম্বর পাক অধিকৃত গিলগিট এবং বালুচিস্তানে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আর এই বিষয় নিয়েই দুই দেশের মধ্যে শুরু হয়েছে বাকযুদ্ধ। ভারত কোনোভাবেই এই নির্বাচনকে সীকৃতি দিতে নারাজ। ভারতের বক্তব্য, ওই অঞ্চল জোর করে দখল করে রেখেছে পাকিস্তান। কাশ্মীর এবং লাদাখ সীমান্তে অবস্থিত গিলগিট এবং বালুচিস্তান নিয়ে বহুদিনের বিতর্ক। ভারতের দাবি, পাকিস্তান ওই্ অঞ্চল দখল করে আছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রক পরিষ্কার জানিয়ে দিয়েছে সম্পূর্ণ কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। সেখানে নির্বাচন করার কোনও অধিকার নেই অন্য কোনো দেশের। ২০১৮ সালেই পাকিস্তানের সুপ্রিম কোর্ট গিলগিট এবং বালুচিস্তানে ভোটের নির্দেশ দেয়। যার তীব্র বিরোধিতা করে ভারত। এবার মোট ২৪টি আসনে সেখানে রাজ্য স্তরে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।