দিতেই হবে ভোট, নইলেই জরিমানা !
কলকাতা টাইমসঃ
আগামী ২৬ মে বেলজিয়ামে কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ডিসেম্বরে ইস্তফা দেন প্রধানমন্ত্রী চার্লস মিশেল। বেলজিয়ামে আঠারো বছর বয়স হলেই ভোট দেওয়া আবশ্যিক। দেশের বাইরে থাকলে অনলাইনে ভোট দিতে পারেন, অথবা অন্য কাউকে লিখিতভাবে দায়িত্ব দিয়ে যেতে পারেন নিজের ভোটটা দিতে। ভোট না দিলেই বাড়িতে জরিমানার চিঠি পাঠানো হয়।
ভোটপর্বে নিরাপত্তাবাহিনীর ব্যবস্থা বেলজিয়ামেও রয়েছে, তবে কোনও গন্ডগোল হয় না। গোপন ব্যালটেই ভোট হয়। বেলজিয়ামে কেন্দ্রীয় সরকারের মাথার উপর রয়েছেন রাজা। প্রধানমন্ত্রীকে শপথবাক্য তিনিই পাঠ করান। নির্বাচন কেন্দ্র মোট এগারোটি। একটি কেন্দ্রে একই দলের একাধিক প্রার্থী মনোনয়ন পেতে পারেন।