January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

অপেক্ষা মাত্র ১৮ বছর, থাকবেন জলের নিচে, খাবেন ডাউনলোডে করে!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
লের তলায় শহর, থ্রিডি প্রিন্টের বাড়ি আর ডাউনলোড করা খাবার৷ ভাবছেন এতো অলিক কল্পনা৷ তাহলে বলে রাখা ভালো এই স্বপ্ন বা কল্পনাই বাস্তব রূপ পেতে চলেছে৷ অপেক্ষা শুধু এক শতাব্দীর৷

এমনটাই দাবি করা হয়েছে শিক্ষাবিদ ও ফিউচারোলজিস্টদের নিয়ে তৈরি স্যামসাং-এর স্মার্ট থিং ফিউচার লিভিং তাদের রিপোর্টে৷ গবেষণার পর তাদের দাবি, ২১১৬ সালে মানুষ বসবাস করবে মাটির নীচে তৈরি কবরা বহুতল ভবনে৷ পানির তলায় তৈরি হবে শহর, বাড়ি হবে থ্রিডি প্রিন্টেড৷ পানির তলায় ড্রোনে চেপে যাতায়াত করবে মানুষ৷ এমনকি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তুলে নেয়া যাবে আস্ত বাড়িটিকেও৷শুধু তাই নয়, ১০০ বছর পর হলিউড মুভির স্ক্রিপ্টকেও হার মানাবে মানুষ৷ ডাউনলোড করা যাবে খাবার৷ পছন্দের শেফের ডিশ ডাউনলোড করে প্রিন্ট করে নিলেই এক মিনিটেই তৈরি হয়ে যাবে খাবার৷ আর সেই সঙ্গে আর দেশ-বিদেশের গণ্ডি ছাড়িয়ে বাণিজ্যের চাকা গড়াবে প্রতিবেশী গ্রহ চাঁদ ও মঙ্গলে৷

এই রিপোর্টের সহ লেখক তথা মহাকাশ বিজ্ঞানী ডঃ ম্যাগি অ্যাডেরিন পোকক জানিয়েছেন, ‘এক শতাব্দী আগের মানুষের কাছে আজকের দিনটা ছিল স্বপ্ন৷ ইন্টারনেটের বিপ্লব সম্পূর্ণ বদলে দিয়েছে আমাদের জীবন৷ আগামী এক শতাব্দী পরের জীবনটা আমাদের কাছে স্বপ্ন৷ ভূমিম্পনের পরিবর্তনের ফলে বদলে যাবে আমাদের জীবনের নানা দিকও।

Related Posts

Leave a Reply