‘মা’ নয়, সম্পত্তি নিয়ে ছেলেদের মাঝে ‘দিওয়ার’ – KolkataTimes
May 21, 2025     Select Language
KT Popular বিনোদন

‘মা’ নয়, সম্পত্তি নিয়ে ছেলেদের মাঝে ‘দিওয়ার’

[kodex_post_like_buttons]

মুম্বাই: হিন্দি সিনেমার ১৯৭০ এর দশকের বিখ্যাত ‘মা’ নিরুপা রায়ের ছেলেদের মাঝেও ‘দিওয়ার’ তৈরী হয়ে গেছে। তবে এ দিওয়ার অমিতাভ-শশীর মতো নিজের মা কে নিয়ে নয়, মায়ের সম্পত্তি নিয়ে। বিবাদ পুলিশ পর্যন্ত পৌঁছে গেছে।

জানা গেছে, নিরূপা রায়ের ৪৫ বর্ষীয় ছেলে কিরণ পুলিশকে ফোন নালিশ করে যে, তার ভাই যোগেশের ছেলেরা তার বাড়িতে এসে গালি-গালাজ করেছে।  তারা বাড়িতে ভাঙচুরও করে গেছে। পুলিশ সূত্রে খবর নিরূপা রায়ের মালাবার হিলে থাকা ৩০০০ বর্গফুটের ফফ্ল্যাট ও সঙ্গে লাগোয়া ৮০০০ বর্গফুটের বাগান নিয়েই দুই ভাইয়ের মাঝে এই বিবাদ।

জানা গেছে এই ফ্ল্যাট নিরূপা রায় ১৯৬৩ সালে ১০ লাখেরও কম মূল্যে কিনেছিলেন।

Related Posts

Leave a Reply