জানতে চান জীবনে বিবাহ যোগ কতবার?
কলকাতা টাইমস :
কারো একাধিক বিয়ে হবে কি না, তা হাতের রেখাই বলে দেয়। সমুদ্রশাস্ত্রে বলা হয়েছে, হাতের সবচেয়ে ছোট আঙুল (কনিষ্ঠা)-এর নীচে বুধ পর্বতের শেষে কিছু আঁকাবাঁকা রেখা থাকে। এটিই বিবাহ রেখা। এই রেখার ওপর ভিত্তি করেই কোনো ব্যক্তির প্রেম প্রসঙ্গ এবং বৈবাহিক জীবন সম্পর্কে জানা যায়। এই রেখা যত পরিষ্কার এবং স্পষ্ট, বৈবাহিক জীবন ততটাই সুখে কাটে।
মনে করা হয়, যে ব্যক্তির বুধ পর্বতে রেখার সংখ্যা বেশি, তারা তত বেশি ভালোবাসার সম্পর্কে জড়ান। আবছা এবং অস্পষ্ট রেখা এ ক্ষেত্রে বিচার করা হয় না।
যে রেখা সবচেয়ে লম্বা এবং পরিষ্কার, তাকে বিবাহ রেখা বলে ধরা হয়। অন্য রেখা দেখে প্রেম প্রসঙ্গ সম্পর্কে জানা যায়।
বিবাহ রেখা ভাঙা বা কাটা হলে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা থাকে। এই পরিস্থিতিতে ব্যক্তির দ্বিতীয় বিয়ের সম্ভাবনা থাকে।
বিবাহরেখা নীচের দিকে ঝুঁকে থাকলে বৈবাহিক জীবনে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। বিবাহরেখা শুরুতেই দু’টি শাখায় বিভক্ত হয়ে গেলে সেই ব্যক্তির বিয়ে ভাঙার সম্ভাবনা থাকে।
বুধ ক্ষেত্রে দু’টি বিবাহ রেখা থাকলে এবং ভাগ্য রেখা থেকে বেরিয়ে তার একটি শাখা হৃদয় রেখায় মিললে ওই ব্যক্তির দ্বিতীয় বিয়ের সম্ভাবনা থাকে।