করোনায় আক্রান্ত রাফায়েল যুদ্ধবিমান !
কলকাতা টাইমসঃ
রাফায়েল যুদ্ধবিমানেও করোনার থাবা। করোনা ভাইরাসের জেরে উৎপাদন স্থগিত করে দিয়েছে ফরাসি বিমান নির্মাণ সংস্থা দাসো এভিয়েশন। যার ফলে আগামী মে মাসে ভারতকে পাঁচটি রাফায়েল যুদ্ধবিমান দেওয়ার কথা থাকলেও তা দিতে পারবেনা বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।
বর্তমানে ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ৪৫০। গোটা দেশে জারি করা হয়েছে ‘লক ডাউন’। ২০১৬ সালের সেপ্টেম্বরের চুক্তি অনুযায়ী ‘দাসো অ্যাভিয়েশন’ মোট ৫৯ হাজার কোটি টাকার বিনিময়ে ৩৬টি যুদ্ধবিমান দেওয়ার কথা। গত সেপ্টেম্বরে প্রথম বিমানটি এসে পৌঁছয় ভারতীয় সেনাবাহিনীর কাছে। ২০২০ সালের মে মাসে দেওয়ার কথা আরও পাঁচটি যুদ্ধবিমান। বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে নির্মাতা সংস্থা।