যুদ্ধকালীন পরিস্থিতি: করোনা-ভ্যাকসিন রফতানি স্থগিত করলো ভারত
কলকাতা টাইমসঃ
আপাতত করোনার ভ্যাকসিন ভিনদেশে রফতানি স্থগিত করলো ভারত সরকার। জরুরি ভিত্তিতে দেশের অধিকাংশ জনগণকে ভ্যাকসিন নিশ্চিত করার লক্ষেই বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, এর আগে অত্যন্ত দ্রুত প্রয়োজনীয়তার ভিত্তিতে বাংলাদেশ, ব্রাজিল সহ একাধিক দেশকে করোনার টিকা সরবারহ করেছে ভারত সরকার।
বর্তমানে ভারতে আছড়ে পরেছে করোনার দ্বিতীয় ঢেউ। গতকাল অর্থাৎ বুধবার ভারতে প্রায় ৪৭ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা এই বছরে সর্বোচ্চ। এই পরিস্থিতে আগামী ১ এপ্রিল থেকে দেশের ৪৫ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে ভ্যাকসিন নেওয়ার চাহিদা অনেকটাই বাড়বে। সুতরাং দেশের চাহিদা মেটাতেই গত বৃহস্পতিবার থেকেই ভ্যাকসিন রফতানি বন্ধ রাখা হয়েছে বলে খবর।