ক্লাব ক্রিকেটে মাঠে ফিরছেন ওয়ার্নার
নিউজ ডেস্কঃ
বল টেম্পারিংয়ের ঘটনায় নির্বাসিত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ক্রিকেটে ফিরছেন। সিডনির ক্লাব টিম রান্ডউইক পিটারশামের হয়ে খেলা শুরু করতে চলেছেন অজিদের প্রাক্তন এই সহ-অধিনায়ক।
উল্লেখ্য, গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ‘বল টেম্পারিং’ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ওয়ার্নারকে এক বছরের জন্য নির্বাসিত করা হয়। যে কারণে চলতি আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক হিসেবেও তার মাঠে নামা হয়নি। তবে ৩১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ও টেস্ট ক্রিকেটের জন্য কার্যকরী হওয়ায় ক্লাব পর্যায়ে খেলায় কোন বাঁধা ছিলনা। এই সম্পর্কে ক্লাব সভাপতি মাইক হুইটনি বলেছেন, তাকে পেয়ে আমরা দারুণ খুশী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ওয়ার্নারকে পেয়েছে অস্ট্রেলিয়া।