করোনায় ধরাশায়ী বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট
কলকাতা টাইমসঃ
করোনায় ধরাশায়ী বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট। বিশ্বজুড়ে চলা অতিমারীর কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে। বছরের প্রথম তিন মাসে প্রায় ৫০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে দাবি কোচে এই কোম্পানিটি। তাদের সামগ্রিক ক্ষতির পরিমাণ ৫৪৫২ কোটি ডলার। যেখানে গত বছর তাদের শুধু লাভের অঙ্কই ছিল ২১৬৬ কোটি ডলার।
তাদের প্রায় ৯০ টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে বেশিরভাগই কমবেশি ক্ষতির মুখে পড়েছে।বাধ্য হয়ে কর্মী ছাটাই করতে হয়েছে বিশ্বের এই অন্যতম সেরা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে। এমনকি কর্মীদের বেতনে ব্যাপক কাটছাট করা হয়েছে। আগামীদিন উল্লেখযোগ্য ভাবে আয় কমে যাওয়ার আশঙ্কা করছে তারা।