তীব্র জলকষ্ট যুদ্ধের আকার নিতে পারে পাকিস্তানে!
কলকাতা টাইমসঃ
২০২৫ সালের মধ্যে পাকিস্তানে দেখা দেবে ভয়াবহ খরা৷ তীব্র জলকষ্টে ভুগবেন পাকিস্তানিরা৷ পাকিস্তান কাউন্সিল অফ রিসার্চ ইন ওয়াটার রিসোর্সের রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য৷
রিপোর্টে বলা হয়েছে, এখন থেকে জল সংরক্ষণে উদ্যোগ না নিলে আগামীদিনে জল নিয়ে যুদ্ধ বেধে যেতে পারে পাকিস্তানে৷ পাকিস্তানের কেউ সেই জলকষ্ট থেকে ছাড় পাবে না৷ দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পাকিস্তান ধীরে ধীরে এই ভয়ঙ্কর সংকটের দিকে এগোচ্ছে৷ তাই এখন থেকে ব্যবস্থা না নিলে ২০২৫ সালের মধ্যে পাকিস্তানে চাহিদার তুলনায় অনেকটাই কমে যাবে জল সরবরাহ৷
পাকিস্তানের বর্তমান জনসংখ্যা ২০ কোটি ৩০ লক্ষ৷ কিন্তু আগামী সাত বছরের মধ্যে এই জনসংখ্যা আরও বাড়বে৷ জলসংকটের কারণ হিসাবে জনসংখ্যা বৃদ্ধিকেও দায়ী করা হয়েছে৷ রিপোর্টে বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে পাকিস্তানের জলের চাহিদা বেড়ে দাঁড়াবে ২৭৪ এমএএফ৷ কিন্তু জল সরবরাহ কমে দাঁড়াবে ১৯১ এমএএফে৷ ঘাটতির পরিমান ৮৩ এমএএফ৷ ১৯৫০ সালের পর থেকেই ধীরে ধীরে পাকিস্তানে জলের সরবরাহ কমছে৷
পাকিস্তান কাউন্সিল অফ রিসার্চ ইন ওয়াটার রিসোর্সের রিপোর্টে বলা হয়েছে, ২০১৫-১৬ সালে যতগুলো জায়গা থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়েছে তার ৭০ শতাংশই মানুষের ব্যবহারের অযোগ্য৷