November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

পুরানো বন্ধু ভারত-ভুটান একসাথে বলে উঠলো ‘সব মিথ্যে’   

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

চীন-নেপালের পর ভুটানও নাকি ভারতের বিরুধ্যে ষড়যন্ত্র করছে এ খবর রোটার একদিনের মধ্যেই ভারত ও ভুটান দু-দেশই পরিষ্কার করে দিয়েছে তারা উভে ভালো বন্ধু এবং এই সব খবর ভিত্তিহীন।

আসলে আসামের থিম্পুর কৃষকদের চাষের জল আসে ভুটান তরফে। সেই জল হঠাৎ করে বন্ধ হয়ে যেতেই অভিযোগ ওঠে ভুটানের বিরুদ্ধে। এমনটাই দাবি কর্ণাটক কংগ্রেসের। একই দাবি করেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীরও। ১৯৫৩ সাল থেকে ভূটান সংলগ্ন এলাকার ভারতীয় চাষিরা সেচের জল পেয়ে আসছেন।  অভিযোগ সাম্প্রতিক কালে সেই সেচের জল বন্ধ করে দিয়েছে ভূটান। যার ফলে ভারত-ভূটান সীমান্তের ৬ হাজার চাষি প্রবল ক্ষতির মুখে।

কিন্তু এরপরেই ভুটানের তরফে জানানো হয়েছে এই জলের গতিপথে প্রাকৃতিকভাবেই কোন কিছু আটকে যাওয়ায় জল বন্ধ হয়ে গেছিল। যা ইতিমধ্যে ভুটান সরকারের প্রচেষ্টায় সরিয়ে ফেলা হয়েছে। এখন আগের মতই জল পাচ্ছেন কৃষকরা। তবে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যে।

Related Posts

Leave a Reply