December 4, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

‘আমরা সবাই বেঁচে আছি এবং ভাল আছি’ -বার্তা মাসুদ আজহারের 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বালাকোটে বিমান হামলায় জইশ-ই-মহম্মদের কারোর কোনও ক্ষতি হয়নি, সবাই জীবিত রয়েছেন বলে দাবি করেছে জইশ-ই-মহম্মদের মুখপত্র আল-কালাম। সেখানেই ‘সাদি’ নামে কলাম লেখেন মাসুদ আজহার। তার কথায়, ‘আমরা সবাই বেঁচে আছি এবং ভাল আছি। আমার কিডনি এবং লিভারও খুব ভাল অবস্থায় আছে এখন।’

আল-কালাম নামের এই সাপ্তাহিক পত্রিকায় ‘সাদি’ নামেই লেখেন জৈশ প্রধান মাসুদ। কিন্তু এই সংখ্যায় মাসুদ নিজে লিখেছে নাকি অন্য কেউ তার হয়ে লিখে দিয়েছে, তা নিয়ে অবশ্যই সংশয় আছে বিভিন্ন মহলে।

Related Posts

Leave a Reply