November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

গরমই আমাদের এই ব্যবহারের জন্য দায়ী

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

সাধারণত দেখা যায় গরমকালে মানুষ সহজে রেগে যায় এবং বিরক্ত হয়ে পড়েন। কিন্তু কেন এমনটা হয়? এক গবেষণায় এ বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে।

পোল্যান্ডের একদল গবেষক এর কারণ খুঁজে বের করেছেন। গবেষণায় দেখা গেছে, তাপমাত্রার বৃদ্ধির সঙ্গে মানসিক চাপের মাত্রাও বেড়ে যায়। অনেক বছর আগেই এই বিষয়টি গবেষকরা খুঁজে বের করেছিলেন।

গবেষণায় দেখা গেছে, মানসিক চাপের হরমোন ‘করটিসোল’ শীতকালে কমে যায়। আবার গরমকালে এটি বেড়ে যায়। করটিসোল সাধারণত লবণ, চিনি, তরল পদার্থের মাধ্যমে সারা শরীরে সঞ্চালিত হয়।

পোজনান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স এর প্যাথোসাইকোলজিস্ট ডা. দমিনিকা কনিওকোসকা জানান, কর্টিসোল উষ্ণ আবহাওয়ায় শরীরে বেশি সঞ্চালিত হওয়ার বিষয়টিতে তিনি বিস্মিত।

তিনি বলেন, সাধারণ ধারণার সম্পূর্ণ বিপরীত এই গবেষণার ফল। আগে ধারণা করা হতো গরমকালে শরীর রিলাক্সড থাকে।

গবেষণাটি সমাজে অপরাধ কর্মকাণ্ডের পরিমাপের উপর ভিত্তি করে করা হয়েছে। এটি আবহাওয়ার সঙ্গে তুলনা করে দেখা গেছে, শীতকালের চেয়ে গরমকালে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যায়।উত্তপ্ত তাপমাত্রায় মানুষের হার্টরেট বেড়ে যায়, সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমে ব্যাঘাত ঘটে।

Related Posts

Leave a Reply