সর্বনাশের ষষ্ঠ ধাপে প্রবেশ করছি আমরা
কলকাতা টাইমস :
অন্তত একশো গুণ দ্রুতবেগে পৃথিবীপৃষ্ঠ থেকে মুছে যাচ্ছে একের পর এক প্রাণী। আর এর ফলেই ধ্বংসের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে পৃথিবী। শুধু তাই নয়, জলবায়ুর পরিবর্তনের কারণেও পৃথিবীজুড়ে ব্যাপক পরিবর্তন ঘটছে। এর ফলে পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠছে। অচিরেই এই অবস্থার পরিবর্তন আনা সম্ভব না হলে মানব সভ্যতা ধ্বংসের মুখে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।এমন এক সময়ের মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি যখন পুরো মানব সভ্যতাই ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। এ বিষয়ে বিশ্বকে সতর্ক করেছেন মার্কিন বিজ্ঞানীরা।
আমেরিকার পপুলার স্টাডিজ ইন বায়োলজির অধ্যাপক পল এরলিক বলেন, সর্বকালের সবচেয়ে ধ্বংসাত্মক ষষ্ঠ ধাপে প্রবেশ করতে চলেছি আমরা। এটাই হতে পারে মানব সভ্যতা ধ্বংসের শুরু।
জার্নাল সায়েন্স অ্যাডভান্সে প্রকাশিত এক প্রতিবেদনে নিজের ব্যাখ্যা স্পষ্ট করেছেন এরলিক। তিনি বলছেন, বিভিন্ন প্রাণী নিরন্তর বিলুপ্ত হয়ে চলেছে পৃথিবী থেকে। বর্তমান সময়ে এই প্রক্রিয়া ইতিহাসে সবচেয়ে দ্রুততম হচ্ছে।