অভিনন্দনকে আমরা কোন চাপের মুখে ছেড়ে দিইনি -কুরেশি
কোলকাতা টাইমসঃ
উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তান থেকে ফেরার পর থেকেই চলছে নানান জল্পনা। শনিবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কুরেশি জানিয়েছেন, আন্তর্জাতিক কোন মহলের চাপ নয় বরং শান্তির বার্তা দিতেই ছেড়ে দেওয়া হয়েছে ভারতীয় পাইলট অভিনন্দনকে।
কুরেশি বলেন, অভিনন্দনকে আমরা কোন চাপের মুখে ছেড়ে দেইনি। আমরা ভারতের দুঃখ বাড়াতে চাইনি। আমরা শান্তি চাই। তিনি আরও বলেন, ভারত যদি পুলওয়ামা হামলায় জইশ-ই-মুহাম্মদের জড়িত থাকার প্রমাণ আমাদের দেয় তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। পাকিস্তান সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যে কোন ব্যবস্থা নিতে প্রস্তুত।