আমরা এই ফলাফলের জন্য প্রস্তুত ছিলাম না -মানিক
নিউজ ডেস্কঃ
ত্রিপুরার মানুষের বদান্যতায় ক্ষমতা থেকে একেবারে মাটিতে মুখ থুবড়ে পড়ল ২৫ বছরের সর্বহারার সরকার। চার বারের মুখ্যমন্ত্রী মানিক সরকার জিতলেন বটে, তবে গো হারা হারল তাঁর দল। অন্যদিকে, শূন্য থেকে একেবারে সিংহাসনে চেপে বসল ৪৯ বছর বয়সী বিপ্লব। ‘চলো পাল্টাই’ বলে শুরু করেছিলেন, আর পাল্টিয়েই ছাড়লেন।
ভূমিপুত্রের হাত ধরেই প্রথমবার গেরুয়া বিপ্লব দেখল ত্রিপুরা। বানরসেনার লঙ্কা জয়ের কথা যারা মানেন, তাঁরাও এটা বিশ্বাস করতে গিয়ে ঢোক গিলছেন, ত্রিপুরায় বিজেপি জোট ৪৩, আর বামেরা ১৬। এমনকী ঘূর্ণাবর্ত তৈরি হল, যার আগাম পূর্বাভাসই পেল না উত্তর-পূর্বের লালফৌজ! হারের পর এনডিটিভি-কে দেওয়া প্রথম সাক্ষাৎকারে ‘বিস্ময়প্রকাশ’ করলেন খোদ মানিক সরকার।