January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

আমরা হারালেই সেই টীম দুর্বল হয়ে যায়: শাস্ত্রী 

[kodex_post_like_buttons]

স্পোর্টস ডেস্ক :

সমালোচকদের মুখে কুলুপ আঁটতে এগিয়ে এলেন রবি শাস্ত্রী। টীম ইন্ডিয়ার ভালো পারফরম্যান্সের উদাহরণ দিয়ে বললেন ‘ সমালোচকদের যেন সব কিছুতেই সমস্যা!’ । দক্ষিণ আফিকায় দুর্দান্ত খেলেছে টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। আর তারই জের ধরে এবার সমালোচকদের জবাব দিলেন রবি শাস্ত্রী।

শাস্ত্রীর কোথায়, ‘যখন আপনি জিতবেন, তখন সমালোচকরা বলবেন, প্রতিপক্ষ তেমন শক্তিশালী ছিল না। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলে বলা হবে, শ্রীলঙ্কা তেমন টিম নয়। আবার যখন দক্ষিণ আফ্রিকায় গিয়ে জিতবেন, তখন বলা হবে, এটা দক্ষিণ আফ্রিকার সেরা টিম ছিল না। কিন্তু যখন ভারত হারে, তখন বলা হয় না, ভারত সেরা টিম খেলাতে পারেনি। একজনও বলেন না। শুধু অন্য টিমকে আমরা হারালেই সেই টিম দুর্বল হয়ে যায়! এটাই সমস্যা।’

শাস্ত্রী বলে দিলেন, ‘এ সব নিয়ে কথা বলতে ভালো লাগে না। উত্তরও দিতে চাই না। এটা শুধু কয়েকজন ক্রিকেটারের খেলা নয়। আমরা সবাই দেশের হয়ে খেলছি। তাই কে কী বলল, পরোয়া করি না।’

জুড়ে দিয়েছেন, ‘আমরা টিম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছি। ওদের টিমেকে খেলল, কারা খেলল, সেটা আমাদের সমস্যা নয়।’টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মোট ১২ টি ম্যাচ খেলেছে ভারত। শাস্ত্রীর কথায়, ‘১২ টি ম্যাচের মধ্যে আটটাতে জিতেছি ভারত।’

Related Posts

Leave a Reply