হংকং ছেড়ে পালাতে চাইছেন ধনকুবেররা
কলকাতা টাইমসঃ
হংকং ছেড়ে পালাতে চাইছেন সেখানকার ধনকুবেররা। হাতে গোল্ডেন ভিসা নিয়ে তাদের অপেক্ষায় বিভিন্ন দেশ। চীনের একটা বড় অংশের ধনী ব্যক্তিদের সম্পদ গচ্ছিত রয়েছে হংকংয়ে। তারা সেই সম্পদ অন্যত্র সরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করতে শুরু করেছেন বলে খবর।
চীনের নতুন আইনের কারণে বিশ্ব অর্থনীতির কেন্দ্র হিসেবে হংকং তার গরিমা হারাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও চীনের সান্যিধ্যে যথেষ্ট লাভবান হয়েছে হংকং। যদিও হংকংয়ের মুদ্রার মান ডলারের নিরিখেই নির্ধারণ করা হয়। প্রসঙ্গত, চীনের জাতীয় নিরাপত্তা আইন পাশের পর ধনী ব্যক্তিরা হংকংকে আর নিরাপদ মনে করছেন না। তাদের আশংকা, এই আইনের বলে চীন প্রশাসন তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করতে পারে।