November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular খেলা রোজনামচা

গায়ে বিয়ের পোশাক, পায়ে ফুটবল, বাঁশি বাজতেই দৌড়  

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস 
বিয়ের দিন কনেরা পরেন বিশেষ পোশাক। সেই পোশাক বেশিরভাগই হয় ভারি। থাকে অলঙ্কার আর সাজসজ্জা। সব মিলিয়ে অবস্থা এমন দাঁড়ায় যে, স্বাভাবিক হাঁটাচলা করাই কঠিন হয়ে যায় কনের জন্য। অথচ সেই ভারি পোশাক পরেই ফুটবল খেলতে মাঠে নেমে পড়লেন কয়েকজন তরুণী।
ফুটবলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতেই রুশ নারীরা কনে সেজে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়েছিলেন। ম্যাচটি অনুষ্ঠিত হয় কাজানের একটি স্টেডিয়ামে। সে শহরে একই রাতে নকআউট পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও আর্জেন্টিনা।
ধবধবে সাদা পোশাকের গাউন ও সঙ্গে দৌড়াতে আরামবোধ হয় এমন জুতা পরে মাঠে নেমেছিলেন রুশ সুন্দরীরা। অল্পসংখ্যক দর্শক সমাগমও ঘটে। ১৫ মিনিটের ম্যাচ শেষে জয়ী দলকে ফুলের তৈরি বিশ্বকাপ তুলে দেয়া হয়। ম্যাচ শেষে জয়ী দলের খেলোয়াড় গুলনাজ শারাপোভা বলেন, এটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা হল। খেলতে আমাদের বেশ কষ্ট হয়েছে। এমন পোশাক আরামদায়ক নয়। তবে আমরা এর মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছি, ফুটবল শুধু ছেলেদের খেলাই নয়।

Related Posts

Leave a Reply