January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular

পুজোর পরই পঞ্চায়েতের ডঙ্কা, ফেব্রুয়ারিতে করার তোড়জোড়   

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

লতি বছর ডিসেম্বরে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। ভোট হতে পারে জানুয়ারি–ফেব্রুয়ারির মধ্যে। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। আসন বিন্যাস, সংরক্ষণ সংক্রান্ত কাজ চলছে। সেপ্টেম্বর নাগাদ তা শেষ হবে। তারপর কমিশন বিজ্ঞপ্তি দেবে।

২০২৩ সালের এপ্রিল-মে মাসে রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা। যে কারণে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে জেলাগুলির আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করতে বলা হয়েছে। তা শেষ হওয়ার পর খতিয়ে দেখার কাজ শুরু হবে। নিয়ম রয়েছে, আসন পুনর্বিন্যাসের ৭৫ দিন এবং সংরক্ষণের ৯০ দিন পর ভোট করা যেতে পারে। সুতরাং গোটা প্রক্রিয়া শেষ হতে ডিসেম্বর হবে। তাই চলত বছর পঞ্চায়েত ভোটের সম্ভাবনা নেই বললেই চলে। তবে আগামী বছরের গোড়ার দিকেই পঞ্চায়েত ভোট হতে পারে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, পুজোর পর থেকেই রাজ্য সরকার পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে উঠেপড়ে লাগবে। ভোট এগিয়ে আনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই পুজোর এক মাস আগেই আসন সংরক্ষণের কাজ রাজ্য সরকার শেষ করতে চায়। পঞ্চায়েত দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, ৫০ শতাংশ বা তার বেশি অনগ্রসর শ্রেণির মানুষের বসবাস না-থাকলে সংশ্লিষ্ট বুথ বা গ্রাম পঞ্চায়েত আসনটি সংরক্ষণ করা হবে না। সবিস্তার তথ্য সংগ্রহ করতে হবে সমীক্ষকদের। অনগ্রসর কল্যাণ দপ্তর সংরক্ষণ প্রক্রিয়া সম্পন্ন করবে।

Related Posts

Leave a Reply