January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ফেসবুকে ‘লাইক’ পেতে এ কি কাণ্ড ঘটালেন যুবক

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

সোশ্যাল সাইটের ফলে এখন সবকিছুই হাতের মুঠোয়৷ তার উপর লাইভ হলে তো কথাই নেই৷ নিমেষে বিশ্বের কাছে পৌঁছে যাচ্ছে সন্দেশ৷ আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে দিলো কেরেলার এক যুবক৷

সাবেক প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ফেসবুক লাইভে ছাড়লেন এই যুবক৷ পরে ওই মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়৷ ওই ব্যক্তির নাম লিনু৷ বয়স ২৩ বছর৷ ইদুক্কির হোটেল নেদুমকান্দদামে কাজ করে সে৷ কেরালার বাসিন্দা৷ এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সে৷

পুলিশ রিপোর্টে বলা হয়েছে, লিনু ও ওই মহিলা অন্তরঙ্গ সম্পর্কে লিপ্ত হয়৷ কিন্তু ওই মহিলা জানতেন না লিনু সেই চরম ঘনিষ্ঠ মুহূর্ত লাইভে তুলে ধরছে লাখ লাখ চোখের সামনে৷ যখন জানতে পারেন, পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন৷ তার অভিযোগের ভিত্তিতেই লিনুকে গ্রেফতার করে পুলিশ৷

যে মহিলা পুলিশে অভিযোগ দায়ের করেছেন, তিনি বিবাহিত৷ তার এক সন্তানও রয়েছে৷ কিন্তু তিনি তার স্বামীর সঙ্গে থাকেন না৷ একটি টেক্সটাইল শোরুমে তিনি কাজ করেন৷ লিনুর সঙ্গে তার গত ৬ মাস ধরে তিনি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন৷ লিনু তার বাড়িতে প্রতিনিয়ত আসত৷ রাত্রিযাপনও করত৷ দুজনের মধ্যে অবৈধ সম্পর্কও ছিল৷

ক্রমশই জড়িয়ে পড়ে দুজনে৷ আর তাদের এমনই এক ঘনিষ্ঠ মুহূর্তকেই সোশ্যাল মিডিয়ায় সামনে লাইভ তুলে ধরে লিনু৷ আর কয়েক মিনিটের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়৷ ফেসবুক থেকে ভিডিও ছড়িয়ে পড়ে হোয়াটস অ্যাপে৷ কিন্তু গোটা বিষয়টি হয় ওই মহিলার অগোচরে৷

পরে যখন তিনি লাইভের কথা জানতে পারেন, সরাসরি পুলিশের কাছে অভিযোগ জানান৷ ধর্ষণের মামলাও দায়ের করেন তিনি৷ কেরলে এটি প্রথম “রিভেঞ্জ পর্ন”-এর মামলা৷

আদিমালি সার্কেলের ইন্সপেক্টর কে সাবু জানিয়েছেন, পুলিশকে দেওয়া বয়ানে লিনু বলেছে, ফেসবুকে “লাইক” পাওয়ার জন্যই এমন করেছে সে৷ ওই মহিলাও নাকি সেকথা জানতেন৷’

Related Posts

Leave a Reply