January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

সেকি,  ইনি শাহরুখের মধ্যরাতের বন্ধু?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বিপদের সময় রাত-বিরাতে কার দ্বারস্থ হন কিং খান? নাম জানালেন খোদ শাহরুখ। তার মধ্যরাতের বন্ধু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

এক সাখ্যাত্কারে শাহরুখ জানিয়েছেন, রাত ৩টা হোক কিংবা ৪টা, বিপদে পড়লে কিংবা মন খারাপ হলে তিনি মুখ্যমন্ত্রীকেই ফোন করেন। মহারাষ্ট্র সরকার আয়োজিত মুম্বাই ২.০ অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমার যখন সময় ভাল যায়, তখন সি এম সাহেবকে ( দেবেন্দ্র ফড়নবীশ ) ফোন করি না। মেসেজ করি না। শুধুমাত্র সমস্যায় পড়লে ওকে মনে করি। আমি মনে করি ভোর রাত পর্যন্ত আমি যেমন জেগে থাকি, তিনিও সম্ভবত জেগে থাকবেন। সেই ভাবনা থেকেই তাকে রাত ৩টা কিংবা ৪টা নাগাদ মেসেজ করলেই জবাব পাই।’ এমনকি সে সময় ফোন করলেও তিনি জবাব দেন, দাবি শাহরুখের।

তার মতে, ‘যারা কাজ পাগল, তাদের কোনও সময়ের জ্ঞান থাকে না। আমি যেমন ভোর রাত অবধি কাজ করি, সি এম সাহেবও তাই করেন। ঠিক এ কারণেই ওই সময় ফোন বা মেসেজ করলে ফড়নবীশ সাহেবকে পাওয়া যায়।’ অনুষ্ঠানে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ৫০ জন প্যারা অ্যাথলিটকে হুইলচেয়ার উপহার দেন শাহরুখ। এশিয়ান প্যারা গেমসে অংশগ্রহণ করা প্রতিযোগীদের হুইলচেয়ার প্রদানের পাশাপাশি তাদের শুভেচ্ছা বার্তাও পাঠান শাহরুখ খান।

Related Posts

Leave a Reply