কিসের এতো পাকিস্তান প্রীতি? সালমানকে প্রশ্ন ভারতবাসীর – KolkataTimes
May 9, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন রোজনামচা

 কিসের এতো পাকিস্তান প্রীতি? সালমানকে প্রশ্ন ভারতবাসীর

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

৬ বছর আগে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের নেহাতই মজা করেই সলমনকে সেকথা বলেছিলেন অরিজিৎ সিং। তাতেই সলমন ক্ষুব্ধ জেনে বহুহার ক্ষমাও চেয়ে নিয়েছেন। তবে তাতেও বরফ গলেনি। সে ঝামেলা এখনও জিইয়ে রেখেছেন ভাইজান। আর বারবার তারই খেসারত দিতে হয়েছে বাংলার ছেলে অরিজিৎ সিংকে।

বহুবার অরিজিতের গাওয়া গান বাদ দিয়ে দিয়েছেন সলমন। নতুন করে অন্য কাউকে দিয়ে গান গাইয়েছেন। এবারও তেমনটাই হল শেষবার ‘টাইগার জিন্দ হ্যায়’ তে অরিজিতের গাওয়া ‘দিল দিয়া গলন’ গানটি বাদ দিয়ে নতুন করে তা পাকিস্তানি গায়ক আতিফ ইসলামকে দিয়ে গাইয়েছিলেন। ফের সোনাক্ষী-করণ জোহর অভিনীত ‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’ ফিল্মেও গান গাওয়ার কথা ছিল অরিজিৎ সিংয়ের। তবে ওই ছবিতে বিশেষ চরিত্রে সলমন খানকে দেখা যাবে। তাই সেখানেও অরিজিতকে সরিয়ে পাকিস্তানের রাহাতে ফতেহ আলি খানকে দিয়ে গান গাওয়ানোর কথা শোনা যাচ্ছে। আর এতেই অরিজিতের ভক্তরা সলমনের উপর খাপ্পা। সোশ্যাল সাইটে উগড়ে দিলেন সোশ্যাল সাইটে।

ইতিমধ্যেই সলমনের এই আচরণের তীব্র নিন্দা করে অরিজিতে পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি ভারতে ছবিতে পাক গায়কদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।এদিকে সোশ্যাল সাইটেও সলমনের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে নেটিজেনরা জানতে চেয়েছে তাঁর এত পাক প্রীতির কারণ কী? কেউ কেউ তো সাফ জানিয়ে দিয়েছেন অরিজিৎ সিং গানটা গাইলে অনেক বেশি ভালো গাইত।

 

Related Posts

Leave a Reply