জানেন কালোবাজারে আপনার অঙ্গ-প্রত্যঙ্গের দাম কত ?
প্রত্যঙ্গের কালোবাজারি বন্ধ করতে সবক’টি দেশের সরকার মরিয়া। এই বাজার পরিচিত ‘রেড মার্কেট’ হিসেবে। মার্কিন গোয়েন্দা দপ্তর এফবিআই সূত্রে যে খবর এসেছে, তাতে মানবশরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের দাম বেশ চড়া এই বাজারে। সেই সব দাম যোগ করলে তা দাঁড়াবে প্রায় সাড়ে তিন কোটি টাকা!
১. কিডনি : কালোবাজারে সবথেকে বেশি চাহিদা কিডনির। জীবিত মানুষের কিডনি হলে দাম মোটামুটি ১,৩৪,১৯,২৯০ টাকা। মৃত মানুষের কিডনি হলে সেই দাম ১০,০৬,৪৪৬ টাকা – ১,৬৭,৭৪,১১২ টাকা।
২. লিভার : ১,০৭,৩৫,৪৩২ টাকা
৩. চোখ : ১,০২,৩২২ টাকা।
৪. বোন ম্যারো : ১৫,৪৩,২১৮ টাকা।
৫. হৃৎপিণ্ড : ৭৯,৮৪,৪৭৭ টাকা।
৬. গল ব্লাডার : ৮১,৭৯০ টাকা
৭. ডিম্বাণু : মোটামুটি দাম ৮,৩৮,৭০৫ টাকা।
৮. রক্ত : ১,৬৭৭ – ২২,৮১২ টাকা।
৯. করোনারি আর্টারি : ১,০২,৩২২ টাকা
১০. ক্ষুদ্রান্ত্র : ১,৬৯,০১৫ টাকা।